শালুক বেলার গান
কাশভি কাউসার
সন্ধে হলেই কুটকুটে অন্ধাকার গ্রামগুলো
তখনো বিদ্যুৎ আলোর স্পর্ষ পড়েনি
কখনো প্রদীপ কখনো চাঁদের আলোয়
আঙিনায় ছালা বিছিয়ে পড়ার ধুম!
উঠোনে মাটির উনুনে মায়ের রান্না
হাতে বাঁশের বেদ, কিংবা কঞ্চি
তন্দ্রালু চোখে ঝিমু ঝিমু ভাব! আর মায়ের বকুনি
কখনো দাদির মুখে জ্বিন পরীদের গল্প
ভয়ে চেপে রাখা প্রাকৃতির চাপ!
মাঝ রাতে শেয়ালের ডাকে, ভাঙে ঘুম!
গোয়ালে গরু চুড়ির গল্প।
ধল প্রহরে ধান ভানা ঢেঁকির কচকচি!
পান বাঁটার ঠক ঠক শব্দ! সকালে নাঙল জোঁয়াল কাঁধে কৃষক
কৃষানির মরিচ পোড়া পান্তাভাত!
এসব স্মৃতি পড়ে আছে শালুক বেলার গল্পে।