কথায় কথা বলে
            কাশভি কাউসার

কথারচ্ছলে কথা বলে কথায় পরম ব্যাধি
কথায় চলে আদি- অন্ত ঝগড়া নিরবধি।
উস্কানি সুর কথার মূলে বাড়ায় উগ্রতা
তুচ্ছটাকে ইনিয়ে বিনিয়ে লাগায় শত্রুতা।

কথার কথা বানিয়ে কথা আগডুম বাগডুম
শান্ত মানুষ রগ চটিয়ে চোখে হাড়ায় ঘুম
অতি কথা সত্য বাণী খুঁজে না পায় সুর
এক মিথ্যে হাজার কথা রাঙ্গায় বহুদূর।

সব কথা যে নয় যে কথা কিছু বাড়াবাড়ি
কিছু কথা রক্ত ঝড়ায় জীবন কাড়াকাড়ি।
কথা চেলে মানুষ চলে গোঁয়ার অন্ধকার
পথ ভুলে দেয় মিথ্যা কথা সত্য অঙ্গীকার।

যুগ যুগে কথার কথা ঘটিয়ে শত যুদ্ধ
এ দাঁড় ও দাঁড় বদ্ধ দোয়াড় পথ করেছে রুদ্ধ।
এবার তবে কথার কথা ভাবিয়ে বলা হোক
উস্কানি সুর কথারচ্ছলে দূর হোক্ দূর হো্‌ক্।

অল্প কথায় সঠিক কথা ধরা শান্ত চলে
বেশি কথা গন্ধ ছড়ায় কথায় কথা বলে।