কবে জন্মাবে মানুষ
কাশভি কাউসার
সুনীল আকাশে মেঘ জমে রেখাপাত করে কলঙ্কের দাগ
সৈই দাগ বন্য পশুদের নয়, মানুষের!
দৈবাৎ ভেসে ওঠে কঙ্কাল ছবি বৈদগ্ধ আগুনে
ছোট বড় শিশু নারীর কঙ্কাল ছাই হয়ে পড়ে থাকে মেঝের উপর
তারপর দস্যু দানবের দল উল্ল্যাসে ঘোরে দেশের ভেতর। আর কত!
আর কত বিবেগ বিবর্জিত হবে মানুষ! দেশে দেশে কালে কালে
প্রতিদিন এই ছবি খবরের কাগজে হেড লাইন হবে। কত আর! হীংস্রাত্বক হবে মানুষের মগজ
সৈই মগজ ঘুনে খেয়েছে যে মগজ মানবতা বর্জিত পর্দার আঁড়ালে ঢাকা।
কত আর! গুলির চিহ্নে ক্ষত হবে খুলি! ক্ষত হবে পাঁজরের হার! আর কত
পঙ্গু হয়ে ভর করে চলবে লাঠির উপর। কত আর রক্তের লালে কেঁপে উঠবে মাটি
ভয়ের গন্ধ কত আর ছড়াবে বাতাসে! কবে শেষ হবে মানুষের চাওয়া, ক্ষমতার লোভ
শেষ হবে ভয়ার্ত খেলা। বিবেকের দংশনে কবে! জন্মাবে মানুষ।