জীবন বোধের গান
                কাশভি কাউসার
          
জীবনের রাস্তা গুলো যখন বেঁকে যায়, জীবন তখন!
ভাটি পড়া নদীর মত আস্ফালন করে।
এটা আর এমন কি! জীবন যখন, জীবন বোধের গল্প বলে
দু ফোটা দুর্বোধ্য রহস্য টপ করে ঝরে পড়ে। কি অতীত! কি আধুনিকতা!
ঝরে পড়া পাতার মত স্মৃতি বিরাম হীন ধুলির সাথে উড়ে বেড়ানো প্রতিটি জীবনের গল্প
উপন্যাসের পাতা ভরা ,শেষাংশ আবেগময় সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে
নদীর দু কুল ছাড়িয়ে সমুদ্রে ঠাঁই নেয়।
তখন জীবন আর জীবন থাকেনা, চরাঞ্চলের মত!
মরুভূমির রূপ ধরে এক ফোটা বৃষ্টির জন্য চেয়ে থাকে দূরের আকাশে!

যখন জীবনের আঙিনা মাঠ ভরা ফসলের মত বসন্ত জোয়ারে ফুলে ওঠে!
কি হাসি! কি আনন্দ! বেদনা বিদুরিত মুখ
চারিদিকে পরগাছার মত বন্ধুর বেড়ে ওঠা, আহা! কি সুখ!
আলো আঁধারের মত জীবনের বিকেল, কি অদ্ভুৎ! যখন সন্ধে নামে
প্রদীপ হাতে কেউ আসেনা, আঁধারে পথ চলতে হয় একাকি।
সময় বোঝেনা কি সকাল! কি বিকেল! অবিরাম বয়ে চলে সময়ের কাটা
কালো চুল গুলো বায়ুর স্পর্শে পেঁকে যায়, ভাজ পড়া গায়ে অন্তীম সময়ের অপেক্ষা শুধু।

যখন সন্ধে নামে, জীবন তখন সন্ধে বোঝেনা শুধু খোঁজে জীবনের সুখ
সেই কবে সকালটা পেরিয়েছে, পেরিয়েছে বিকেলের পড়ন্ত বেলা
উল্লাসে হেলায় এতোটা সময়,তবুও এইতো বলে আসে জীবনের ভোর!
আহা! কি অদ্ভুৎ!কি আর্শ্চয অনুভূতি! এইতো জবিনের খেলা।