ইচ্ছে আকাশ
কাশভি কাউসার
এই ঘর আর ভাল্ লাগেনা ভা্ল্ লাগেনা বদ্ধ দোয়াড়
ছুটব আমি মুক্ত হাওয়ায় উদ্ধ আকাশ করবো সওয়ার
দূর দিগন্ত পারি দেব আকাশ টাকে ঘর বানাব
আকাশ গঙ্গা জয় করিয়ে মহাকাশের গান শুনাব।
ঝড়ে সাগর ঢেউ মারিয়ে ছুটব আবার পাতাল পুরী
গর্ভে সাগার রত্ন আকর তার গভীরে আমার তরী
নতুন করে শুনবে মানুষ বিশ্ব জয়ের গল্প।
উঠব আবার পাহাড় চূড়ায় কোথায় লুকে ঝর্ণা ধারা
মরু ভূমির বালির বুকে ফুটাব আবার শস্যভরা
বনের ভেতর খুঁজব আমি ব্যাধি মুক্ত কোন সে তরু
খুঁজব আমি ফোটন কনায় কোন কিরণে সুক্ষ অনু।
কেমনে বুনে মাকড়াসা জাল পিঁপড়ে বুনে মাটির বাসা
হার্ট ছিরে দেখব আমি শ্বাস- প্রশ্বাসের আসা যাওয়া
মগজ ছিরে খুঁজব আমি কেমনে বুঝে অঙ্গে ব্যাথা
তবেই আমি ফিরব ঘরে লিখব তখন আত্মকথা।