শান্তির খোঁজে
কাশভি কাউসার
চিলি থেকে হেমারফাস্ট
মানবিক বন্ধু, কোথা তব তুমি?
বিশ্ব পরিস্থিতি দর্শনায়িত চোখের স্ব-জলে
আপনি নিশ্চয়ই! খুব একটা ভালো নেই!
ভালো থাকবার কথাও নয়!
কারণ, প্রতিনিয়ত বিশ্ব এক প্রতিযোগিতার আবহে ব্যস্ত।
পুরো পৃথিবী আজ হুঙ্কার হাহাকারে দোলায়িত
গনতন্ত্র বিশ্ফোরোকের মত!
রক্তাক্তে আহত মানবতা।
স্বার্থ-লোভ উপরে ওঠার প্রত্যাশা
মানুষকে অ-মানবিক রূপে, নিগ্রহ করছে।
অনৈক্য আজ পৃথিবীর মেরু।
উন্মুক্ত নীল আকাশে উড়ন্ত পাখিরাও হারিয়ে ফেলেছে স্বাধীনতা।
বনের পশুরাও শান্ত নেই
নদীর স্রোতও উজানের দিকে
ব্যস্ত সময়ের কাটা।
গ্রীষ্ম, বর্ষা
একে অপরের সাথে বদল করেছে রৌদ্র-বৃষ্টির সুর!
শীত-উষ্ণতার প্রকোপে কম্পিত সাগর তরঙ্গ
প্রতি নিয়ত সয্যের বাইরে জলবায়ু।
অভিশাপের প্রান্তর ঘেরা, রাজনীতির পথ!
বিষাদময় অন্ধকারাচ্ছন্ন জীবনের উঠোন,
অজানা আতঙ্কে অনিদ্রায় আসে ভোর।
শত্রু ভাবাপন্ন চেনা-অচেনা মুখগুলো
শান্তনার অযোগ্য দুঃখের সাথে হতাশায় নিমজ্জিত,
নির্বাপিত জনজীবন।
ঠাঁইহীন মৃত্যুর দেয়ালে পৃথিবীর রাজনীতি
অক্সিজেনের সাথে ভেসে বেড়ায় ভয়ের গন্ধ।
দুর্ভোগ অনবরত বেড়েই চলেছে,
স্বপ্নগুলো দুশ্চিন্তার ঝুলিতে গড়ছে স্তুপ!
কামনা-বাসনা-লোপ-লালসায় আহত, মানুষের মন।
অশান্তির অমিয় ধারা নিরানন্দে মুক্ত আকাশ
তবুও জীবনের গল্পটা এভাবেই ফুটে ওঠে-
‘ স্বপ্ন আর বাস্তবতার মাঝেই মানুষকে সংগ্রাম করতে হয়।
সোনালী ভোরের ফুরফুরে হাওয়ায় যে স্বপ্নের বীজ উপ্ত,
দিবালোকে সে বীজ অঙ্কুর মেলে,
অপরাহ্নে দোল খায়।
কিছু স্বপ্ন হোঁচট খেয়ে পড়ে,
কিছু স্বপ্ন দাঁড় হয়
স্বপ্নরা মারা যায় ঘুমন্ত চক্ষুর আঁড়ালে।
রাত্রি শেষ হতে না হতেই ফিরে আসে জীবনের ভোর।
যে ভোর মানুষকে জাগায়।
রাত শেষে দিন,
দিন শেষে রাত,
এটাই জীবনের গল্প।
হিতৈস্বী জনকল্যাণে নিবেদিত প্রাণ
কোথা তব তুমি?
আপনার সদয় সবুজ দৃষ্টি কামনা করছি।
ফিরে এসো, ফিরে এসো
পৃথিবীর আঙিনায়।