"কষ্টে আছি,বড় কষ্টে! "
'একদিন শেষ হবে। '
"কষ্ট নিঃসীম, শেষ হবার না।"
'সবকিছুরই শেষ আছে।'
"কষ্টের নেই,কষ্ট মহাসাগর। "
'পৃথিবীরও কিন্তু সীমা আছে।'
"মহাবিশ্বের নেই।"
'তবে যে বললে কষ্ট মহাসাগর? '
"মহাবিশ্বে কয়টা মহাসাগর ,জানো? "
'না,জানি না। '
নীরবে বলি-
"জানো না বলেই
ভেতরটা ওদেখলে না কোনদিন।"
চারুলতা বলে-
'মহাসাগর যদি দুঃখ হয় তবে মহাকাশ
পুরোটাই সুখ।'
"লাভ নেই।"
'কেন? '
"মহাকাশ আঁধার।আঁধারে সুখ দেখা যায়
না।"
'আলো জ্বালিয়ে নিলেই পারো। '
"আলো কই,চাঁদ কই?"
'অপেক্ষা করো পূর্ণিমার! '
"পূর্ণিমাতে জোয়ার ওঠে।মহাসাগর ফুঁসে।"
'তবে? '
"তবে আঁধারই ভালো।"
'সুখ লাগবে না? '
"তোমাকে লাগবে! "
'বারে আমি কি সুখ? আমি কি আলো।'
"না তুমি আঁধারের ভেতর মহাকাশ দেখার
টেলিস্কোপ। "
চারুলতা তো উদ্ভিদ-
কিছু না বলে করে নীরব প্রস্থান।
"কাসু "