তোমার বসন্তে
ফুটা ফুলে যদি
এক বিন্দু তরল,

আমার বর্ষায়
আঁখি জ্বলে দেখো
হৃদ হ্রদ ছল ছল।