ভুলতেই পারি!
ভুলবো কেন?
ঠোঁটের কোণায় ঝিলিক হাসি;
বুকের পরে বেণীর ঝুটি।
হৃদয় মাঝে আঁকড়ে রাখা গোপন কথা।
লালিম গালে শিউলি চুমু;
চুল সরিয়ে কপাল মাঝে আলতো করে ঠোঁটের
আদর!
চুলের গন্ধে উথলে ওঠা বুদবুদ, বুকের ব্যথা।
চমকে ওঠা বুকের মাঝে হৃদস্পন্দন;
বুকের মাঝে জড়িয়ে ধরা একটুখানি!
ভয় পেয়ে সেই ছাড়িয়ে ছুট, লোকদেখানি।
ভুলতেই পারি।
ভুলব কেন!
থাক না ধরা বুকের মাঝে;
কোমল রে, রাগের আলাপ; ধক্ধকানি।
ভুলতে পারি মা হয়েছ , ভুলব না তা; জানি জানি!
ইমন রাগে বা জলো সানাই;
যেদিন তোমার ছাদের পরে!
বুকের ভেতর যত্ন করে মালকোষ তো রেখেছি ধরে!
তুমি যদি ভালো থাকো অন্য ঘরে;
থাকিনা আমি আমার মতো।
তোমার স্মৃতি আঁকড়ে ধরে!