ভয়



কার সাথে ভাব করে;
চলে গেলে কাক ভোরে,
হয়ে গেল আজ আড়ি।

সত্যি কি ছিল ভাব;
নাকি ভাবের আছিলা স্বভাব,
কিছুতো বুঝিতে নারি।

করে সাত তাড়াতাড়ি;
সহজেই আড়ি,
সহ্য না করিতে পারি।

নিয়ে গেলে চলে প্রেম বিশ্বাস;
বিষে ভরা ছিল সেই নিশ্বাস,
কপালে চাপড় মারি।

                  কত সহজেই সত্যি যে ভাঙে,
                  সত্যির নামে অভিনয়।
                  সত্যি সে চলে, মিথ্যে যে থামে;
                  মনে রয় জেগে শুধু ভয়।