ফেলেদে মন ভাঙ্গা ফুটো,
যা রেখেছিস ঘরের কোনে।
আছে পড়ে যা কিছু স-ব;
যা রেখেছিস সযতনে।
যা আছে তোর মানিক রতন,
রেখেছিস যা করে য-তন।
সেও তো সব ভাঙাচোরা,
চলছে খেলা ভাঙা-গড়া।
লাগবে না তোর কোন ফলে;
না একালে বা পরকালে!
মায়া মিছে ঢাখছে মিছে;
রাখছে মায়া তোরে আগলে।
আজ যা আছে; কাল সেটা নেই-
দে দিয়ে তাঁর চরণ তলে।
নিজেই তো তুই না হোস নিজের
দেহ ও রেখে যাবি যে চলে।
ভেবে দেখ কি সঙ্গে যাবে-
যখন যাবি সেই পারেতে
সবই ভাঙ্গা সবই মায়া
ছাড়বি রে তুই এই ভবেতে।