ভালোবাসার সলতে-
আগুন লাগলো অজান্তে!
লেলিহান শিখা জ্বলে প্রেমে।
দাবদাহ মতো পুড়ছে শরীর,
একটি একটি করে খসে পড়ে আব্রু।
একটু একটু করে আমার আমিত্ব যায় হারিয়ে;
সর্বস্ব কেমন যেন তুমি তুমি মনে হয়,
নির্লজ্জ শরীরে লোমকূপ খাড়া হয়;
স্বেদবিন্দু দানা বাঁধে শরীরের কানাচে।
হঠাৎ বৃষ্টি আসে টুপ্ টুপ্।
বাঁধন আলগা হয়,
আমার ঘুম ভাঙ্গে।
আবার জ্বলতে থাকি একা।
আগুন জ্বালিয়ে চলে গেছ তুমি;
তোমার প্রেমহীন ভালোবাসা-
যা ছিল শুধু ঠোঁটের কোণায়;
সেই হাসি আগুন ধরায় প্রতি রাতে।