যদি তুমি না রাখো ভালো;
থাকবো ভালো কেমন করে!
শ্যাওলা জমা দুঃখ তোমার;
রেখেছ তো যতন ভরে!
দুঃখ তোমার জড়িয়ে আছে;
ভাসছে দেখি পরাণ প'রে।
থাকবো ভালো কেমন করে,
বুঝলে কি এ অভাগারে!
জমিয়ে ব্যথা বুকের মাঝে;
বলছো মুখে থেকো ভালো।
কোনোদিন কি ভেবেছ প্রিয়ে,
আমায় তুমি রাখবে ভালো!
মুখের কথা মনের কথা;
আমার তুমি। ভালো থেকো।
ভুলেই গেছ রাখত ভালো,
তাই বলছি ভালো রেখো।
হয়না শুধু মুখের কথায়;
ভালো থেকো! ভালো থেকো!
হৃদয়ে তোমার ঝরুক মধু;
রাখতে ভালো, ভালো রেখো।
ভালো থেকো, ভালো রেখো;
প্রার্থনা যে করি আমি।
থাকবো ভালো, রাখলে ভালো;
জানেন শুধু অন্তর্যামী।