জল টল্ টল্-
তোর চোখে আজ;
মন খারাপের সঙ্গী!
আমি সঙ্গী-
তুই ছেড়ে-ছিস্;
সাজ গোজে কত ভঙ্গি!
চুলে ইলিবিলি-
আমি কাটতাম;
শিখেছিলি স্বরবর্ণ।
গলে পড়া প্রেম-
মন মজতো;
আজ ঝরে শুধু শূণ্য!
ঠোঁট ছিল তোর-
লাল লালিমায়;
ঠোঁট-ঠোঁটে হাসি সদ্য।
হাসি বাসি আজ-
মন কালিমায় ফিকে মন তোর;
ঠোঁট মাংসে মদ গন্ধ!
রাত পা হারায়-
দেহ জেগে তোর্;
তুই আজ বড় ক্লান্ত!
খোলা জানলায়-
চোখ কচলায়;
আমি সব দিয়ে আজ শ্রান্ত।
টিম আলো আর-
তুই আমি পাড়া গলি-মাঝ;
বুক ঢিপ ঢিপ, শুধু ঢিপ ঢিপ, শুধু ঢিপ্ ঢিপ্!
আজ রোশনাই-
তুই ফোয়রায়;
ভেসে যাচ্ছিস---, জানি আমি ঠিক।
দেহ উঁকি দিলে-
লাজে রাঙা হয়ে;
সাথে সাথে তুই ঢাক তিস্!
ছোট বস্ত্র, আজ দেহ তোর-
জাগে মনে তোর কত কত বিষ;
কত কত শিষ।
আজ মনে তোর পড়ল!
ভালো বেসে তুই গলতিস্-
আজ শুধু নিব-ছিস্ আর জ্বল-ছিস্!
মোর দিল খোলা-
টোকা মারলেই;
খোলে ভাবছিস্!
তোর চোখে আজ-
জল টল্ টল্;
জল চাবি দিয়ে খোল দ্বার।
তুই ফিরে-ছিস্-
আমি আছি বসে;
ফিরে কভু আর--- যাবি আর!
যদি মনে তোর-
থাকে ধরা সেই;
টিম্ আলো আর চুম্বন!
আই তবে ঘরে-
লাজে ঢেকে মুখ;
খোলা দ্বার তোর অনুখন।
তুই ভেঙে ছিস্-
আমি গড়বো;
ভালো বাসা স্বরবর্ণ!
তোর তরে আমি-
আজ ও আছি বসে;
আমি ধন্য না-কি তুই ধন্য?