উফ্!
এত কেন ভয়,
শুধু জেগে রয়।
শুধু ঘোরাঘুরি;
লুকোচুরি,
মিছে মিছে ভাবি; মিছে সময়ের ক্ষয়।
কি করে বা বলি!
ছোট কথা দুটি ,
চোখ রেখে চোখে, না ওঠে ফুটি।
ঠোঁটে টেনে হাসি-
ভালবাসি!
চোখ পড়ে চোখে;
চোখ নির্বাক!
নির্বাক ভাষা,
কত কথা কয়!
কেন পারি না যে; স-বাক ক্ষয়।
অবসরে ভাবি;
এলোমেলো কথা!
কত কথামালা!
সমুখ সমরে কি জানি-
যেন কেন কি যে মনে হয়!
সারা রাত আঁকি;
সেই দুটি আঁখি।
সেই সে ভালে,
কেশ রাশি জালে-
কাছে এসে গেলে এত ভয় হয়!
অতি নির-জনে;
কত কথা টানে।
মন কথা বলে,
টানা চোখ মনে;
ভাষা চেয়ে রয়!
সব আছে তবু;
তবু মনে হয়---।
কে-উ যেন নেই,
মাঝে মাঝে মনে-
জাগে বিস্ময়!
এত আলো চোখে;
এত আশা বুকে।
তবু কেন যেন,
বিঁধে থাকি দুঃখে।
একা মনে হয়!
থাকে যবে পাশে;
ভাসি; আলোর আ ভাসে,
আঁধারে ও যেন;
আলো জেগে রয়।
মন জাগে কভু,কভু হয় ক্ষয়!
তোকে চাই বুকে;
আঁধারের সাথে।
সব আছে তবে,
সব পাব তবে,
থাকি একা তবু,বড় অসহায়!
উফ!
কোন পথে চলি;
কি করে বা বলি!
শুধু দুটি কথা,
তোকে ভালো-
বাসি।
্