টুইন্কল টুইন্কল লিটল স্টার
তুমি কি আজ ও আছো আমার!
অনেক খানি পথ পেরিয়ে;
অজানা কোন্ পথে!
দিয়েছ পাড়ি নিজের মতো,
রেখেছিলে হাত হাতে।
হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর
হঠাৎ হল ছন্দপতন-
কাল ধরল শনি।
হারিয়ে গেছ কোন্ সে পথে!
আমার নয়নমণি।
নয়ন তো নয় হরিণ চোখে;
চাউনি ছিল ভীরু।
চোখের পরে চোখ রাখলেই-
বুকটা দুরুদুরু।
না ফেরার কোন সে দেশে;
তোমার হারিয়ে গেছে পথ!
আমার দেশে বসেই আছি;
ছিল তো এ শপথ!
বিস্ময়ে আজ আকাশ পরে;
তাকাই সারা রাত!
কোনটা তুমি না খুঁজে পাই-
দাও মিলিয়ে হে ঈশ্বর তোমায় প্রণিপাত।
তোমার দেশে পথ কোনো নেই;
ফিরবে না তা জানি!
তোমার দেশে আমিই যাব-
যেদিন নেবে টানি।
আপ আ্যভাব দ্য ওয়ার্ল্ড সো হাই
অনেক অনেক দূরে তুমি-
হারায় পরশ সুখ!
হাত বাড়িয়ে ধরতে নারি;
আমার প্রিয়ার মুখ।
হারায় না আর চোখের তারায়-
হারাবার কিছু নাই!
হারিয়ে তোমায়; সবই হারায়-
এবার তোমায় চাই।
লাইক এ ডাইমণ্ড ইন দ্য স্কাই
জ্বলছো তুমি দহন জ্বালা-
নেই যে আমি পাশে!
পুড়ছি আমি হারিয়ে তোমায়;
ফিরে যাওয়ার এই দেশে।
এবার যাব তোমার কাছে-
জ্বলবো সারা রাত!
প্রিয়া আমার দাও বাড়িয়ে-
তোমার শক্ত হাত।