যে আমি সমুদ্রের মতো ছিলাম উত্তাল;
আজ অমাবস্যার রাত্রির নিস্তব্ধতায় নিঃশব্দ আমি,
ছুটন্ত আমি পিছপা হতাম না কোনো কাজে, যখন
বলতে তুমি--।
সেই আমি গাছের ফুল তুলতে ও অক্ষম আজকাল!
মাষ্টামশাই যেদিন কৃত্তিবাসী রামায়নে--
দস্যু রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার বিবরণে-
ক্লাসে তথ্য উপস্থাপন করেছিলেন এক রাশি ,
মনে হয়েছিল গ্যাঁজাখুরী গল্প ; বন্ধুরা ,
করেছিলাম হাসাহাসি।
নারদের দয়াদ্র চিত্ত ; শুনিয়েছিল রাম নাম
ষষ্টি সহস্র বৎসর তপস্যায় পেলেন বাল্মীকি নাম।
হে ঈশ্বর ? আমি তো তপস্যা করিনি...
পূর্ব জন্মে করেছিলাম?
এক পলকেই বদলে গেলাম আমি।
কি বলেছিলে সেই `তুমি`. .........