তিরিশ বছর পর দেখা হল আজ।
পলাশ ছাতিমের গন্ধ উবে গেছে;
সব ধুয়ে মুছে হয়ে গেছে সাফ,
সময়ের সাথে সাথে।
এক‌ই আছে তোর সেই চোখ, উদারতা; তোর সে
                                                  হৃদয়,
হয়তোবা পারিনি ছুঁতে।
তবু এক অনাবিল আনন্দে,
কাটিয়েছি কিছুটা সময় ভালোবেসে-
হাতে রেখে হাত, গায়ের গন্ধ মেখে।

আবার বছর তিরিশ পরে,
দেখা হয় যদি কোনদিন,
হয়তোবা অন্য রূপে;
সেদিন ও যাবে ভরে আমার এ মন।
সবটুকু হৃদয় যেন ছুঁতে পারে সেই দিন;
ক্ষয়ে যাওয়া জীবনের শেষ প্রান্তে;
চিত্তে বসন্তের বাতাস যেন যায় মিশে।
নিজ গুণে ক্ষমা করে দিস;
যদি কোনো ভুল করি অবশেষে।