থিক থিক বহু মুখ
মন শুধু খোঁজে সুখ
চাই শুধু সেই মুখ
যেথা আছে শুধু সুখ
ভুলে যদি আসে দুখ
গলে গিয়ে হয় সুখ।
থিক থিক কত হাত
সেই হাত বাজিমাত
যার ছোঁওয়া শান্তি
দূরে সরে ক্লান্তি
কাছে থাকে রাত দিন
সেই হাত ভাষাহীন।
থিক থিক কত বুক
মুখে হাসি খুশি বুক
লু কালে ও ক্ষত মুখ
দাগ হীন খুশি মুখ
সব পায় সেই বুক
খুশি খুশি ধুক ধুক।
থিক থিক কত মন
চাই শুধু সেই মন
যেই মনে নেই কোনো ক্লান্তি
আছে শুধু অনাবিল শান্তি
থিক থিক, থিক থিক
খুঁজে ফিরি দিক দিক।