হিসেব নিকেষ মিলছে না তাই;
সব ছেড়েছি গোপাল তোরে।
তোর ঘরেতে আমার হিসেব,
বুঝেছি কিছু মিলবে না রে।
কেন তবু ভাবি মিছে;
লিখন সবার সামনে পিছে!
গোপাল খেলা কেউ জানে না,
তবু ও তো মন মানে না; মন মানে না।
আঁকিবুঁকি কাটছি কেবল;
কাটছি কেবল হৃদয় মণি!
আশার আশা ধরছি চেপে,
নিজের বুকে পাথর খানি।
বুকের মাঝে আছে গোপাল!
তাকে-ই আঘাত দিচ্ছি জেনে!
সব বুঝে ও; অবুঝ এ মন,
সে কথা মোর, মন না শোনে।
হায় পোড়া মন; আয় রে গোপাল-
থাক না আমার হৃদয় জুড়ে।
আর কভু না পুষবো বুকে,
সকল দুঃখ রাখবো দুরে।
দুঃখ যদি ধরি এ বুকে;
থাকবি তুই কি করে সুখে!
হিসেব নিকেষ করবো না আর,
থাকবো না আর কভু দুঃখে।