থাক না স্মৃতি ভরা!
কিছু কথা।
রূপকথা।
চুপ কথা।
জোৎস্নায় ভিজে বল লাভ কি?
তনু তো ভিজবে না;
পুড়বে না,
শুধু শুধু জ্বলবে!
জানি আর ভালো বাসবে না।
যা আছে প্রেম চাপা-
তা আর বলবে না।
শুনবো না।
যা আছে কথা চাপা;
দুখ হয়ে জ্বলে বুকে!
তুমি জানি,
পর ঘরে আছো সুখে।
এই ঘর, বলেছিলে
নিজ ঘর নিজ মুখে।
সইলো না।
এই ঘরে আসলে না!
বেলা শেষে হল দেখা।
মনে ভরা সব রেখা!
আছো তুমি রসে বশে,
ভালো বেসে; আমি বসে।
থাক স্মৃতি,থাক চাপা।
যৌবন সব কথা, থাক ঢাকা।
থাক সব অভিমান অনুরাগ,
এখন তো বৈরাগ।
স্মৃতি ঘেঁটে কি-বা লাভ!
বল কত আছো সুখে;
সুখ টানি মনে আনি।
চেয়ে থাকি বোবা মুখে।