কঠোর নিয়মে বিজন স্থানে;
করেছিনু দেব আরাধনা।
তপণ তনয় করেনি বিমুখ;
পুরিয়াছে সকল বাসনা।
বলেছিনু ডাকি তারে;
মনের ভিতরে আছে যত মলিনতা,
দূর কর শনিদেব দৃষ্টিতে একবার,
দূর কর মোর যত ছল, চতুরতা।
যতদিন আছি বাঁচি
আসিব তব দরশনে। এ পথ প্রান্তে; মন্দিরে।
কে জানে! কি নিয়মে পূজিত তুমি
দেব, মন্দিরে পূজিত; পথ ধারে!
কোনো গৃহে তব হয় নিকো স্থান-
মন্দির নির্মিত হয় নিকো নিজস্ব জমিতে।
কোন্ মূঢ় বাক্য বানে-
এ ধরা মাঝে তব আবাস, পথ প্রান্তে!
হয় নিকো ঠাঁই; পাছে দৃষ্টি বক্র হয় গৃহস্থের?
অনেকে অনেক মন্দির করেছে নির্মাণ-
ভক্তি ও গর্বে। এক প্রান্তে!
তবে নিজস্ব আঙিনায় নয়।
তব মন্দির সাহস না পায় কেহ,
কভু? গড়িতে মন্দির তব, শনৈশ্চর।
শম দিও মোরে। করি এ শপতি
যেন নাহি কভু হয় বিস্মরণ।
অপরাধে দণ্ড দিও দণ্ড দাতা;
শুধু শক্তি দিও মনে।
প্রায়শ্চিত্ত করি যেন যথার্থ নিয়মে;
সরায়ে রেখো না কভু তোমার চরণ!