হঠাৎ করেই ভেঙে গেল মন;
কলম আঁচড়ে পাকা।
ভেঙে গেল ঘর এক নিমিষেই,
শুরু হল একা থাকা!
কেউ তো জানে না;
বুঝে ও বোঝেনি কেউ।
তিল তিল বাড়ে মাংসপিণ্ড,
হৃদয়ে মাতাল ঢেউ!
কটা মাস পরে, হয়তো বা ঘরে;
থাকবো না আর একা।
ভাবি শুধু মনে,বসে নির্জনে;
পূর্ণ হবে কি, যে মন এতটা ফাঁকা!
বসে বসে ভাবি ভাঙ্গা ঘর; আর
সেই মুখখানি তার।
জানবে কভু কি বুঝবে কি কভু,
আমি নই তার, তবুও সে আমার।