সারাদিন ভিক্ষে করে বেড়ায় ,
খাই না ভালো করে।
ফুটপাতে রাত কাটাই ;
সূর্য ওঠার তরে।
ভোরের বেলায় ওঠে-
কাক ডাকা সেই ভোরে।
আলো ভাল না ফোটে ;
সুলভে শৌচ করে।
পরনে ধুতি ছেঁড়া ,
কাঁধে ভিক্ষে ঝুলি-
ডাকলে না দেয় সাড়া ;
মুখে হরির বুলি।
হেঁটে হেঁটে যায় ,
দোরে দোরে ঘোরে।
কোনো তাড়া নাই-
খঞ্জনি আর বোলে কেবল ভিক্ষে করে।
সারাদিনের শেষে ;
সব সে উজাড় করে।
মন্দিরেতে এসে--
বাক্সে ঢেলে মরে।
সেদিন হঠাৎ দেখি-
টবের গাছটা এ-কি!
গাছটা ছিল নেড়া-
শুধু ই ফুলের তোড়া।
কপাল চোখে ওঠে ;
নেড়া গাছে ও ফুল ফোটে।
বুঝেছি অনেক পরে
না যাচ্ছিল মরে
প্রাণটা ছিল। মনটা ছিল তার।
রঙীন ফুলে সেজেছে সে , অপরুপ বাহার।
সূর্য যখন ওঠে--
টবের নেড়া গাছে ও ফুল ফোটে।