ব্যস্ত জীবন, ব্যস্ত মানুষ;
ছু-ট-ছে কেবল ছুটছে।
ভালো বাসা আর আশা গুলো সব;
দরজায় মাথা কুটছে।
ব্যস্ত কাজের হাসি মজা ফাঁক;
হতাশায় ওঠে ভরে।
মেজাজ হারানো নেশা সম রোগ;
সব যেন দ্বারে দ্বারে!
ঘাম শুষে নেয় গু মোট অফিস।
জমা হয় ক্লেদ শীর্ষে।
হাসি ভালোবাসা হারিয়েছে সব;
চোখে দেখে ফুল সরষে।
মেজাজ হারানো নেশা সম রোগ;
ঘরে ঘুরে সব ফুঁসছে।
সব তার দোষ, বলে হেঁকে ডেকে;
নিজে মহা সাধু সাজছে।
বুড়ো বাপ মা ছোট্ট ফ্ল্যাটে নেই;
জায়গাটা বড় কম!
ছোট্ট বাচ্চা; একা একা থাকে,
মুঠো ফোনে তার দম!
নির্জন রাত ল্যাপটপে চোখ;
দুদিকে দু খান খোলা।
ব্যস্ত জীবন। প্রেম সাথে তাই;
স্তব্ধ কথা বলা।
বাচ্চা টা আজ বড় নিরুপায়;
মাঝখানে আছে ঘুমে।
ভুলে গেছে যেন হেসে কথা বলা;
ভরা বে কে গাল চুমে!
ক্ষোভ সাথে বাড়ে ব্যাংঙ্কের টাকা;
ফ্ল্যাটটা বাড়াতে হবে।
সুখস্মৃতি যেন মুছে যায় সব;
ধূ ধূ করা বুক; আর ও বাড়ে গৌর বে!
সব শ্রম দিয়ে গড়েছে বাগান;
সহ্য না হয় আর!
কচি বাচ্চাটা বড় হয়ে গেছে-
ঠাঁই নেই তাই, তার ও নূতন সংসার!
নিজের ভাগ্যে দেয় ধিৎকার;
সহ্য না হয় কোনো শিৎকার,
দেয় বিধাতারে অভিশাপ;
ভুলে গেছে; তার ও ছিল এক বুড়ো বাপ!
হয়নি সেথায়, মেলে নিকো ঠাঁই;
নিজস্ব সংসারে।
আজ বৃথা ভাবে, তারে রাখবে যতনে;
অভিশাপ তাই বিধাতারে!
একই নিয়মে হাঁটছে পৃথিবী;
শিখাতে পারেনি কেউ!
দিন দ্রুত বদলায়, চোখের পলকে-
বুকে ভার হয় ঢেউ।
বুড়ো মা বাপ নেই হৃদয়ের কাছাকাছি;
অবাক পৃথিবী! অবাক করেনি আজ।
কাকে বা শেখায়; কি বা শেখায়?
বিদ্যের ঝুলি পূর্ণ সবার; সবাই যে মহারাজ।