স্রোতের টানে
পরের সুখে মুখে হাসি;
হাসতে পারে কয় জনা।
পরের হাসি ধরলে মুখে,
পূরবে মনোবাসনা।
পরের সুখে দুঃখ পেলে,
তোমার দুঃখ আসবে ধেয়ে;
পরের দুঃখে কাঁদলে তুমি
সুখ সাগরে চলবে বেয়ে।
পরের ভালো আমার ভালো,
বুঝতে পারে সেই জনা।
আমার দুঃখ আমার দুখু
জানিনা আছে কয় জনা।
দুঃখ শুধু জানাও তারে
বুঝবে সে তা মনে প্রাণে
সুখ দুঃখ তারই হাতে
আমার চলি স্রোতের টানে।