ভগবান;
দিচ্ছে নিশান,
পাপীরা সরে দাঁড়া।

ভাবছিস নেইকো যীশু?
তোরা সব বোকা শিশু;
অসতের নেইকো ছাড়া।

আল্লা ঘরের দোরে;
ডাক লেই পাবি তারে,
গু নাহ করবে না মাফ,ভালো তে দে-রে সাড়া।

বুদ্ধ মাথায় থাকুক;
ধর্ম নিজেই হাঁটুক,
সে কভু নয়কো হারা।

ধর্ম যে যার কাছে;
সে তো আছেই আছে,
ভালো কাজে যা দিয়ে মন,শোন ইশারা।

ভগবান আল্লা যীশু;
আমরা তাদের শিশু,
তাদের পথেই চল এগিয়ে সব ভায়েরা।

ক্ষমা মাগ তাদের কাছে;
বিশ্ব পিতা সবার আছে,
অসৎ থেকে সরে দাঁড়া।