স্মৃতি
সেদিনের সব কথা; সব অভিমান।
স্মৃতিপটে গাঁথা যত ছিল গান!
স্তব্ধ হয়েছে সব, কালের সকালে।
নিথর দেহ খানি--
দিয়েছে আঁচল টানি!
কালের নিয়মে সব-ই সবে যাবে ভুলে।
হেমন্তের বিকেলের পাতা যবে ঝরে;
ঝরেপড়া পাতাগুলি পড়ে নিথরে,
জেগে থাকা স্মৃতি যদি আনো তুলে!
হৃদয় মোচড় দিয়ে ,জেগে থাকা ভুলে যাওয়া স্মৃতি;
হৃদয়ে যে দিয়ে যাবে ক্ষত-
বেদনায় বিদ্ধ অবিরত!
প্রলেপ লাগাবে কে? এই ভেবে আমি- -
মরে গিয়ে- -
যেন বেঁচে উঠি হৃদয়ে তোমার!
বেঁচে থেকে তুমি ;
মরে যাওয়া স্মৃতি যেও ভুলে আবছা আলোয়!
ভুলে যেও সব কিছু যা ছিল আমার।