হচ্ছে সকাল ঘুরছে সকাল;
ফিরছে সকাল হেসে।
আদর করে বর্ষ বরণ-
আর এক; বর্ষ শেষে!

যাক হারিয়ে দুঃখ স্মৃতি;
স্মৃতি খাতা তাই বন্ধ করি।
সুখের আশায় নূতন করে;
নূতন খাতা খুলি।

শত্রু মিত্র ভালো থেকো,
এই কামনা মনে।
সবাই থাকুক সুখ, হাসিতে
কারে ও যেন না ভুলি।

মিত্র তোমার চরণ ধূলি;
নিলাম মাথায় তুলি।

শত্রু আমার দূর থেকে লও-
প্রাণ ভরা অঞ্জলী।