চলছে নাকি চটকদারি?
দেখ বাহারি! দেখ বাহারি!
ফুটছে না কি টগবগে মন?
ফুটছে না কি ফুলের কুঁড়ি?
টকটকে লাল;
শুকনো ডালে?
আঁকছ না কি সিন্দুর টিপ?
চুলের নিচে ঠিক কপালে।
না কি শুধু শুধুই দিচ্ছে চু-!
উড়ছে না কি;
বড্ড নেশা?
হ্যাঁয় করেঙ্গা ,ত্যায় করেঙ্গা।
সাজছে না কি তরতাজা গাল?
ফোনের আ্যপে!
যাচ্ছ না কি খেলার মাঠে?
সেঞ্চুরি আসছে ব্যাটে!
বল করেছে কে দেখেছ?
ভালো ভালো খুব ভালো,যাও চালিয়ে।
যা চাইছ, শ্রম দিচ্ছ?
না কি শুধুই গুমরে মরা!
খুব সাবধান---!
আসবে তেড়ে;
মন খারাপের মস্ত বাগান।