ছুটছি যত পড়ছে বেলা;
কমছে আয়ু ধপ করে।
ইচ্ছে করে; এই যৌবন,
রাখব ধরে খপ করে!
বাড়ছে ব্যথা হাঁটুর পরে;
ধুকপুকানি অল্পতেই!
ভাবছি আমি; ভীষন তাজা,
হাঁপিয়ে উঠি স্বল্পতেই!
আমার আমার আঁকড়ে আছি;
পাওয়ার আমার সীমানা কই?
ভালোই জানি; শূন্য যাব-
তবু কি আর শান্ত হই!
কিছু না বুঝেই বাড়ছে বেলা;
ডাকছি তারে,পাচ্ছি না।
আরো আর ও চাইছি সুখ;
তারে আমি ডাকছি না।
হায় আল্লাহ, হায় রে যীশু;
মন টা কে দাও ঠিক করে।
নকল যেন; আর কিছু না চাই;
শেষের বেলায় ভুল ধরে।