কার সাথে চলছি;
কার কথা বলছি!
ভুলে যাই।

কার করি মন চুরি;
কার সাথে ঘুরি ফিরি!
ভুলে যাই।

কারে দিই এত দুঃখ;
সেঁচে নিই তার সুখ!
ভুলে যাই।

কার তরে অভিমান;
মন করে আনচান,
ভেঙ্গে যায় খান খান,
ভুলে যাই।

কার এত অভিশাপ;
কি জানি কি করি পাপ!
ছোট বুকে সব স্মৃতি; 
শুধু তাপ শুধু তাপ-
অন্তর দহনে-
পুড়ে যাই!
ভুলে যাই।

কারে আমি বাসি ভালো;
কে আমারে বাসে ভালো;
জানি না কে মোর তরে;
নিয়ত যতন করে;
দেয় আলো-
তুলসী তলায়!
ভুলে যাই।

সবকিছু ভুলে যাই;
প্রেম,দ্বেষ, ভালোবাসা-
একসাথে পথচলা কাঁদা হাসা!
সেই তো লড়াই চাই!

ভালোবাসা ক্ষয়ে যায়;
স্বার্থ কেড়ে নেয়,
ভুলে যাই।

অকারণ।
ভুলে যাই!
সেই তো লড়াই চাই!