এমনি এক দিনে,
আমি ফেলেছিলাম চিনে।
সেই সুর ভাসে মোর কানে;
আমার, মিথ্যে রাতে দিনে!
তোমার মিথ্যে প্রতিশ্রুতি,
আমার রাত জাগা সে রতি!
তোমার মে-কি প্রেম প্রীতি;
আর না আমায় টানে।
আমার বুকের ভালো বাসা,
তোমার বেইমানি তে ঠাসা!
মিথ্যে, জাগিয়ে ছিলে আশা;
শুধু আমি, বেঁচে ছিলাম মনে।
হঠাৎ একটা রাতে;
আলাপ তার সাথে।
সে শরীর বেচে রাতে;
বুকে নিল কাছে টেনে।
রাতের আঁধার সারা;
বুক ভালো বাসায় ভরা!
সে থাকে না বাড়ি রাতে,
রাতে থাকে আমার মনে।
সে থাকে আমার সাথে;
আমায় সোহাগ করে দিনে।
শরীর খানা তার,
কেউ রাতের বেলা কেনে!
সে ভাবে না লাভ ক্ষতি,
তার ভালো বাসায় মতি।
সে করবে টা আর কি?
সে যে গরীব বাড়ির ঝি!
অর্থ মোহে যেদিন,
তুমি মারলে মাথায় বাড়ি।
সেদিন থেকেই দৃষ্টি হারা;
আমি, তোমায় ছাড়াছাড়ি।
পথে পথে ঘুরি;
আমার মন গিয়েছে চুরি!
আমার মান গিয়েছে চুরি;
সব তোমার বাহাদুরি!
হঠাৎ একটা রাতে;
আলাপ তার সাথে।
সে শরীর বেচে রাতে;
বুকে নিল কাছে টেনে।
থাকি তার খোলা বুকে, দিনে।
রাতের বেলা কেউ, তার শরীর খানা কেনে।
সে করবে টা আর কি!
সে যে গরীব বাড়ির ঝি।
তার মনের মানুষ কানা,
জোটায় খানা পিনা।
সে শরীর বেচে রাতে,
আমায় রাখে দুধে ভাতে।
তার ভালো বাসায় গলি,
রাখে দিনে বুকে আগলি।
আমায় রাখে দুধে ভাতে,
সে শরীর বেচে রাতে।