সে আসছে---
ভাঙছে!
যৌবন মন নিশিদিন সব ঝরছে।
পরপারে কত ফিসফিস কথা টানছে;
স্মৃতি গুলো সব কাঁদছে, হাসছে!
ছেড়ে যাব চলে এই খেলাঘর;
যাব ভুলে ঠিক কে আপণ পর!
ধরা মাঝে থাকা আয়ু দিন দিন জানি কমছে।
কত শব্দ পা এ চলা পথে;
কত প্রতিক্ষা ছিল দিনে রাতে,
ফিরতেই সবে পথ হত শুরু আবারো পর ও
প্রভাতে।
এবার এ পথ শেষ হয়ে যাবে পথ প্রান্তে!
সব চলা আজি অন্তে।
সে যে আসছে---