যা পেয়েছি তাতেই সুখী;
সেই সুখেতে থাকি খুশি
ডানা মেলুক আমার মন।
না পাওয়া বা পেয়ে হারানোর,
দুঃখ আমার;
সব কিছু হোক নির্বাসন।
সুখের তরী ; নোঙ্গর খুলি
পাল তুলে দিই ভব সাগরে,
দুঃখের বাতাস লাগিয়ে পালে;মন চলে যা বৃন্দাবন!
দুঃখ মরে পুড়বে সেথা;
আছে সেথা প্রেম আগুন।
দুঃখ কষ্ট নেইকো সেথা;সর্ব সুখ বৃন্দাবন।
যা আছে আজ আমার সাথে,
সুখ খুঁজে নিক এই ধরাতে।
বাজাই আমার প্রেমের বাঁশি,
কৃষ্ণ তুমি থেকো সাথে।