শপথ নিলাম রাখবো ভালো;
থাকবো ভাল ভালোবেসে।
আড্ডা আর আনন্দ গানে,
থাকবো হেসে; ভালোবেসে।
দুখ্ খানিকে মুঠোয় পুরে;
সুখ টাকে ঠিক আনব ধরে।
কান্না যত; করব বিদায়,
বাঁচবো, বাঁচার মতোন করে।
শত্রু মিত্র স্বজন প'রে;
হৃদয় খোলা সবার তরে।
সবার সাথে হাসবে এ মন,
নিজের মতো যতন করে।
যদি বা কেউ দুঃখ হানে;
মান অভিমান সকল ভুলে।
জড়াবো আপণ বুকের মাঝে,
দুঃখ পেলেও হাসব আমি পরাণ খুলে।
শপথ নিলাম সবার কাছে;
থাকবো তাদের দুখের মাঝে।
সবার মুখে ফোটাবো হাসি,
ব্যস্ত হলে ও নিজের কাজে।