সাঁঝের তারা উঠছে ফুটে বুঝি!
সূয্যি গেছে নিদ্রা নিতে আজ!
হবেই বা কি কাব্য কথা শুনি?
কাল তো আবার রাতের আঁধার চিরে;
উঠবে জেগে রবির নতুন সাজ।
রাত দিনের চলছে তো বেশ খেলা!
বিধির নিয়ম ভাঙ্গবে কে আর আছে?
সুখ দুঃখ ভাবাই কেবল মিছে;
চলতে হবে সবার সাথে নিয়ে;
সন্ধ্যাতারা নামলে পরে, তাকাবো না আর পিছে!