ছুঁ কিত্ কিত্ খেলবি নাকি?
মেঘের ভেলায় ভাসবি!
ছুঁয়ে দিয়েই হারিয়ে দিবি;
জানি; তুই না আসবি।
খেলতে খেলতে ক্লান্ত শরীর;
মন যে সায় আর দেয় না!
সবাই ছুঁয়ে দেখতে যে চাই;
কেউ তোরে তো পায় না!
তুই ছুঁলি এ-কে তাকে,
মন কার ও আর ধরলি কই!
পূর্ণিমা রাত বললি আমার;
জানি না তোর ক জন সই!
সর পড়া দুধ পূর্ণিমা চাঁদ,
কাছাকাছি প্রাণ সাক্ষী তোর।
কেউ কি পেল সেই ছোঁওয়া হায়!
ছোঁওয়া শেষে হ'ল কি ভোর?
তোর মনে তো ক্লান্তি নেই,
খালি ছুটিস এধার ওপার।
ছুঁ কিত্ কিত্ খেলিস খালি;
ধরবে তোকে সাধ্য কার আর!