মিথ্যে মায়ায় জড়িয়ে কেন আছি,
সাধ হয়েছে বেঁচে ও মরে বাঁচি।
সকল কর্ম হয়নি সারা প্রভু!
তোমায় যেন ভুলে না যায় কভু।
বেঁচে থেকেও পেলাম না`ক দেখা-
দেহ যখন থাকবে না আর, তখন দিও সখা।
জড়িয়ে কেন রাখ মিথ্যে মায়ায়!
সব ছেড়ে তো যেতেই হবে আমায়।
তোমায় ধরতে নাহি পারি ধরার মাঝে-
সব ভুলিয়ে রাখ আমায় কাজে-
হবে যেদিন ধরার কর্ম সারা,
সেদিন ও কি দেবে না প্রভু সাড়া!
তোমায় যেন ভুলে না যায় ধরায় যখন আছি-
সাধ হয়েছে বেঁচে ও মরে বাঁচি।