অ:ক: সাদা---কবিতা



কমলা হলুদ লাল সব ছিল         স্বপ্ন;
বিধবার বেশে আজ                  আমি কিসে মগ্ন?
অকালেতে স্বমীহারা                 সব রঙ শেষ!
সব রঙ মেখে সাদা                  আমার যে বেশ।


অ:ক: সাদা---কবিতা
৪-ছত্র/১৪-বর্ণ