রোদ্দুর, সকাল বেলায় আমার বই এর প`রে পড়।
ক খ গ তুমি পড়তে পার?
মা বলেছে তুমি ই নাকি সব; সৃষ্টি তোমার তরে-
কি যেন মা বকে, এসব হবে বা কি করে?
তুমি তো শুধুই রোদ্দুর!
কোথায় থাক তুমি? কদ্দুর?
গ্রীষ্ম কালে যখন স্কুলে যাই, রেগে কেন থাক?
শীতের বেলায় দুষ্টুমি-টা কমে; এসব করো নাক।
তুমি তো সাদা রং এই থাক,
বৃষ্টি হলে পরে, রামধনু রং কি করে তবে আঁক?
মা যে বলে গাছে ও নাকি ফোটাও তুমি ফুল,
বুদ্ধি যে মার যাচ্ছে কমে, বকছে শুধুই ভুল।
মা জানে না, আমিও তো কুঁড়ি পদ্ম ফোটাতে পারি
আমার দলে মা থাকে না; তোমার দলেই পাল্লা ভারী।
শুধু রামধনু রং আঁকতে পার তুমি
কত্ত কি পারি, আঁকার খাতা দেখাবো তোমায় আমি।
রোদ্দুর; মা কে বলে দিও তো তুমি
তোমার থেকে ও বেশী করতে পারি আমি।