যে ঘরে বসত আমার-
সে দেওয়ালের রং চটা।
ট্যাঁকের কড়ি খরচ করি;
কভু বন্ধ, না করি ফাটা।
ঘরের কোনে মনের বনে,
থাকি আপণ দুঃখ সনে।
তোমার জন্যে কষ্ট মনে;
মনে ফেরে মন ক্ষনে ক্ষনে।
যে আঁচড় দিয়েছ কাটি;
বন্ধ না হয় ধরিয়ে মাটি।
ফাঁকা মনে, ফাঠা মনে;
মরে বেঁচে আছি, সবার সনে।
দাও না হরি, আমার হরি,
মনটি তোমার মত করি।
মনে শুধু শুভ ধরি,
হরি তোমার চরণ ধরি।
মনের দেওয়াল নূতন করি,
বাঁচবো তোমার নামটি স্মরি।
চটা রঙে থাকতে নারি,
বাঁচাও হরি নূতন করি।
হরি বল বল হরি
হরি হরি হরি হরি।