রহস্য

স্রষ্টার প্রথম সৃষ্টি তে
উল্লসিত হয়েছিলেন কি বিধাতা?

নাকি প্রথম আলিঙ্গনে
পৃথিবীর দুই প্রাণ উদ্দাম হয়েছিল,
প্রথম প্রাণ সৃষ্টির আনন্দে?

দুঃখ,কষ্ট, মিথ্যে আশ্রয় নিয়েছিল-
এক নর আর এক নারী।
পাপতরা কি থাকেন নি? নাকি ছিলেন ঘুমিয়ে?

শুধু অনাবিল আনন্দ আর পরম সুখ‌ই তো ছিল!
তবে পৃথিবীতে কেন এত পাপভাক্?

পৃথিবীতে শুধু শুভ থাকলে কি
বিধাতা রুষ্ট হতেন?
নাকি বিধাতারে মানুষ করত অবহেলা!

তাই কি সমতা রক্ষায় পরম পুরুষের
সব কিছু আবৃত রহস্যে?