দে মা আমায় বোকা করে;
বুদ্ধি নিয়ে চললে পরে-
কিছুতে মন বাঁধা না পড়ে;
দে মা আমায় বোকা করে!
চৈতন্যে বুদ্ধি কেবল দে মা-
আর যা কিছু নে মা কেড়ে।
হাজার চিন্তা দে ছাড়িয়ে,
তোর; চরণ চিন্তা দে বাড়িয়ে-
আর যা কিছু নে; মা তোর চরণতলে।
কি বিদ্যা শিখিয়ে দিলি-
কি আ বর্তে দিলি হারিয়ে-
রাখতে পারতিস চরণতলে;
সংসার সুখে দিলি ভাসিয়ে।
এ সুখ আমার সইছে না আর;
ঠাঁই দে এবার তোর চরণতলে।
মায়া সুতো বাঁধছে মিছে-
এক পা আদায় তো সাত পা পিছে;
এ ভ্রম আমার কাঁপিয়ে দে মা-
এবার রাখ তোর কাছে কাছে।