মুখে ছিল মৃদু হাসি;
চোখে লোনা জল।
ভুলছিনু সব কিছু-
বুঝি নিকো , ছল!


ভুল করে ভালোবেসে-
ভিখারি অবশেষে।
ভালো বাসা সব শেষ-
ফিরি ঘুরি দেশে দেশে!


সব চোখে দেখি শুধু,
ভালো-বাসা ছল।
ঘুরে ঘুরে একদিন-
মনে পাই বল।


প্রেমে যদি নাহি ঝরে,
দু চোখের ধারা।
কোনো জল ঝরে নাকো-
নই দিশেহারা!


প্রেম যদি থাকে মনে,
না জল চোখের কোণে!
ছল ও হয় ভালবাসা-
বাঁচে হাসি বাঁচে আশা!

প্রেমে আঁখি ছলছল,
নাই কোনো লোনা জল!