প্রেম কি ক'রে করে?
একটা ছেলে; একটা মেয়ে
ব'সে নদীর ধারে,
তারা কি প্রেম করে?
উজাড় করে-- মনের কথা
হাসি, দুঃখ,কান্না,ব্যথা।
মেয়ে টি শোনে প্রাণ-ভরে;
ওরা কি প্রেম করে?
আধেক কথা বলে নারী
আধেক কথা বুকে।
বোঝে, বলে, বোঝাই তারে
হাসির রেখা মুখে।
কি ক'রে প্রেম করে!
তারা কি প্রেম করে?
এমনি করেই দিন কেটে যায়,
একটি দুটি করে।
দুটি মনের একটি তারে;
সুর ও মধুর ঝরে।
একটা সময় আসে-
বোঝে আপনারে।
ওরা প্রেম কি ক'রে করে?
হাতে হাতটি ধরে,
বোঝে অন্তরে অন্তরে।
দুটি প্রাণ একটি প্রাণে
বাঁধে একটি সুরে।
কি করে প্রেম করে?
ওরা কি প্রে-ম করে?
সকল বাঁধার শেষে-
পথ চলে অক্লেশে।
বাঁধন দৃঢ় করে;
হাসি কান্না দুখের মাঝে মিলন অবশেষে।
সংসারের এই মাঝে
অকাজে আর কাজে
প্রতিরুপ ও গড়ে তোলে-
সাজায় নূতনেরে, নিজেরা ও যে সাজে।
প্রেম কি ক'রে করে!
ওরা কি প্রেম করে?
এখনও প্রেম করে?
বসে নদীর ধারে?
নিত্য নতুন বাঁচে? হাতে হাত কি ধরে?
ওরা কি সত্যি প্রেম করে?
প্রেম কি ক'রে করে?