প্রেম
প্রেম কলঙ্কে বিষ না আছে;
জেনে নে কৃষ্ণের কাছে।
কেন বিষ গায়ে ধরে না;
কেউ জানে না, কেউ জানে না।
আসল প্রেমে না লাগে কালি;
বিষের কথা তুলিস খালি,
কৃষ্ণ প্রেমে মন উতলা-
বল হরিবোল বাজা তালি।
রাধে মায়ের লাগলে কালি;
রাধে কৃষ্ণ যেতাম ভুলি।
প্রেম সাগরে ভেসে যা মন,
রাধে কৃষ্ণ শুধু ই বলি।