যে যেতে চাই; ছেড়ে দিও তারে;
সুখ সন্ধানে; কিম্বা অনন্ত যাত্রায়।
সুমুখে যা আছে সুখ দুঃখ গ্লানি,
অন্তরে তারে চাপি; হোক শেষ বেলা খানি,
বাকি বেলা কেটে যাক হাসি কান্নায়।


সুমুখে র পানে, চলে গেছে যারা;
নিজ সুখ জাল, করিতে রচনা।
পুরাতন স্মৃতি---!  হৃদয়ে আঁ-কড়ি,
যেতে দিও তারে; যেথা পাবে সুখ, মন ভরি;
প্রার্থনা কর, সব যাক ভরে; মনের বাসনা।


ধরা মাঝে যবে শেষ হবে সব খেলা;
                                        অনন্ত যাত্রাপথে;
সে-ই সেথা পাবে খুঁজে স-ব; হারিয়েছে যত বৈভব।
চলে গেছে যারা সুখের আশায়; কিম্বা; চির-শয্যায়,
সব কিছু পাওয়া শেষ অনন্ত যাত্রা পথে----!
সবে সুখে থাক।  দেখা হবে একদিন ফিরে পাবে
                                                      সব।