প্রেম তুমি ভালো আছো?
এখনো!
প্রেমিকার বিচ্ছেদ কতদিন হয়ে গেছে;
জানি; তুমি মরবে না কখনো!

গো-লাপী আভা মাখা;
হাসি পায় লাজ রাঙা।
অপলক চেয়ে থাকা;
কার তরে চোখ চেয়ে? মন ভাঙা!
ভাঙ্গা মনে, প্রেম টেনে সরানো।

কার্ণিশ আগাছা; আছে জমে মন কোণে,
প্রেম বীজ লাগানো!
ভাঙা মন অবসরে-
ভালো লাগে? জুড়ানো!

এক মন মনে মনে;
জুড়ে প্রেম নিজ গুনে।
আর এক! হাতে হাত চাপে কা-র?
প্রেম একা ঘোরে ফিরে দোল খায়;
আসে ফিরে সেই প্রেম? হারানো?

বাঁচে প্রেম? জাগে প্রেম;
অবসরে!
যার যার, তার তার;
নিজ নিজ নিজ ঘরে।


মাখা প্রেম মেঘে ঢাকা;
ভাবনার বাঁকা রেখা, এলোমেলো?
এলো চুল ঢেউ ওঠা!
বুক তার একাকার;
মরা প্রেম! পায় প্রাণ? কার তরে!

অর্থের ঝাঁঝ কম।
বাপ তার বড় লোক;
প্রেমে টান প্রথমেই প্রথমার।
ধুলো ঢাকা হাসি মাখা মুখ তার!

তারপর পর পর ইতিহাস;
নয়া মুখ পোড়া বুক,
রাত পর হাসি ঢাকা ধুলো মাখা মুখ তার!
কি জানি? কে জানে! অবসরে?
জাগে কিনা প্রেম তার!