সেদিন মন খারাপের রাতে;
তুই ছিলি আমার সাথে!
সে রাত আমার হারিয়ে গেছে-
রাতের  পরে, "প্রাতে"

আমার হারিয়ে গেছে 'তুই '
আমার ভালো লাগার ভুঁই!
তুই আছিস কার ও সাথে;
সে আছে তোর সাথে; দিনে কিম্বা রাতে।

তোর মন খারাপের রাতে;
সে রাত জাগে তোর সাথে।
আমার মন খারাপের রাত;
চাঁদ ও দেয় না সাথ!

শুধু একলা আকাশ জাগে;
কি জানি কি মাগে!
আমার মনে তে মেঘ জমে!
আকাশ টা থমথমে!

রাতে মাঝে মাঝে তারা;
হাসে, আমায় দেখে তারা!
পথ চলব কার সাথে?
আমি নিজেই দিশেহারা!

কত অভিমানী মুখ!
আমার মনে খুব অসুখ।
দিতে চেয়েছিল ধরা;
ছুঁই নি তোরে ছাড়া।

আমার মন খারাপের ভোর;
সুখে, কার ও বুকে মুখ; তোর!
আমার একলা আকাশ আছে;
কেউ নেই কো আমার কাছে।

মন খারাপের দিনে,আমার মন খারাপের রাতে;
স্মৃতি গুলো কাঁদে; মাঝে মাঝেই হাসে।
তোর কি এসে যায় তাতে!
আমি বাঁচি তাদের সাথে।